Posts

Showing posts from November, 2018

পুরীর জগন্নাথ দেবের অদ্ভুত চেহারা কেন? The Story of Lord Jagannath

Image
নীলমাধব থেকে জগন্নাথ মালব রাজ্যের রাজা ইন্দ্রদুম্ন্য। গগনচুম্বি তার প্রাসাদ। একবার সেখানে এক রহস্যময় সন্যাসি উপস্থিত হন। ভারতবর্ষের প্রতিটি তীর্থ তার নখদর্পণে। ইন্দ্রদুম্ন্য ছিলেন পরম বিষ্ণুভক্ত। কথা প্রসঙ্গে সন্যাসি তাকে জানান, শ্রীবিষ্ণু বর্তমানে নীলমাধব রূপে শবর রাজ্যে অত্যন্ত গোপনে শবরদের দ্বারা পূজিত হচ্ছেন। সন্যাসির কথা শুনে ইন্দ্রদুম্ন্য বিষ্ণু দর্শনের জন্য ব্যাকুল হয়ে ওঠেন। নীলমাধবের সন্ধানের জন্য তিনি রাজ পুরোহিতের ভাই বিদ্যাপতিকে শবর রাজ্যে পাঠালেন। শবর রাজ্যে এলেন বিদ্যাপতি। রাজ অতিথিকে শবর রাজ পরম আতিথ্যে বরন করলেন। রাজকন্যা ললিতাকে দিলেন অতিথি সেবার দায়িত্ব। কিছুদিনের মধ্যেই সরলমতি ললিতার মন জয় করে নিলেন চতুর বিদ্যাপতি। ধীরে ধীরে আরো ঘনিষ্ঠ হয় তাদের সম্পর্ক। এক মুহুর্তের জন্য বিদ্যাপতি চোখের আড়াল হলে কেঁদে বুক ভাসান ললিতা। এই সুযোগের অপেক্ষাতেই ছিলেন বিদ্যাপতি। তিনি এক প্রেমঘন মুহুর্তে ললিতার কাছে নীলমাধব দর্শনের আব্দার করলেন। উভয় সংকটে পড়লেন ললিতা। কারন, গভীর জঙ্গলে নীলমাধবের গুপ্ত মন্দির। তার সন্ধান শুধু শবররা জানেন এবং শবর ছাড়া অন্য সকলের জন্য সে স্থান নিসিদ্ধ। অনে...

পৃথিবীর সবচেয়ে গোপন ও ভয়ঙ্কর দ্বীপ, Sentinel island, Isolated land on ea...

Image
Sentinel Island আপনি শুনলে অবাক হবেন যে, পৃথিবীর সবচেয়ে ভয়ংকর জনগোষ্ঠী রয়েছে ভারতবর্ষে। যারা শিক্ষার আলো তো দূরের কথা এখনো আগুনের ব্যবহারই শেখেনি। বনের পশু ও সমুদ্রের মাছই যাদের প্রধান ভরসা। সভ্য জগতের মানুষ দেখলেই এরা বিষাক্ত তীর ছুঁড়ে তাদের হত্যা করে। তারা এতটাই নৃশংস যে বাইরের কাউকে পেলেই তাকে হত্যা করে মৃতদেহটি সমুদ্রের দিকে মুখ করে সমুদ্রের পাড়ে ঝুলিয়ে রাখে। বার্তাটি একেবারে স্পষ্ট, আমাদের দ্বীপে পা রাখার দুঃসাহস দেখিওনা। এই অবস্থা তোমারও হতে পারে। হ্যাঁ, আজকে আপনাদের শোনাবো আন্দামানের ভয়ঙ্কর সেন্টিনেলী উপজাতির অজানা কথা। মূল ভিডিওতে যাওয়ার আপনাদের অনুরোধ করবো এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল চিহ্নে ক্লিক করে রাখুন। আন্দামানের প্রধান শহর পোর্ট ব্লেয়ার থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে অবস্থিত রহস্যময় সেন্টিনেল আইল্যান্ড। সভ্য জগতের এত কাছে থেকেও এই দ্বীপটি বাকি পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। সেন্টিনেলিজদের অজানা জীবনযাত্রা, তাদের চাল চলন এসব নিয়ে মানুষের অপার কৌতূহল তো ছিলই, তার মধ্যেই সম্প্রতি আবার তীর ছুঁড়ে মানুষ মেরে খবরের ...

এই রাক্ষস নিজের ভাইয়ের মাংস রান্না করেছিল। ইল্বল, বাতাপি এবং অগস্ত্য������

Image
ইল্বল ও বাতাপি: কাশীদাসী মহাভারতের বন পর্বের ৩৫৯ পৃষ্ঠায় ঈল্বল ও বাতাপি নামে দুই মায়াবি রাক্ষস ভাইয়ের কাহিনী বর্ণিত হয়েছে। ধনসম্পদ ও রত্নরাজির উপর তাদের ছিল প্রচন্ড লোভ। লোকালয় থেকে আসার একমাত্র পথ বনের মধ্য দিয়ে। সেই বনের মাঝে দুই ভাই দরিদ্র বনবাসির রূপ ধারণ করে এক কুঠির নির্মান করে বাস করতে থাকে। কোনো পথ শ্রান্ত পথিক ওই পথ ধরে গেলেই বড় ভাই ইল্বল তার কাছে গিয়ে হাত জোড় করে আতিথ্য গ্রহণের অনুরোধ করত। এদিকে ছোট ভাই বাতাপি মায়াবলে মেষের রূপ ধারণ করে অপেক্ষা করত। অতিথি সেবার জন্য ইল্বল মেষ রূপী বাতাপিকে কেটে তার তার মাংস রান্না করে অতিথিকে ভোজন করাত। অধিক ভোজনে পরিতৃপ্ত অতিথি যখন সুখে বিশ্রাম করত তখনই তার পেট চিরে বেরিয়ে আসত বাতাপি। তারপর দুই ভাই মিলে মৃত অর্থসম্পদ আত্মসাৎ করত। ধীরে ধীরে ইল্বল ও বাতাপি দেশবাসীর কাছে ত্রাস হয়ে ওঠে। ভয়ে কেউ জঙ্গলের দিকে যেতে চায়না। অবশেষে রাজার অনুরোধে মহর্ষি অগস্ত্য এই সমস্যা সমাধানের গুরুভার গ্রহণ করেন। তিনি কিছু না জানার ভান করে ইল্বল-বাতাপির কুটিরের কাছে উপস্থিত হলেন। অনেকদিন পর মানুষের দর্শন পেয়ে দুই ভাই আনন্দে নেচে উঠলো। মুনিবরের কাছে গিয়ে ইল্বল তাকে...

জানেন, একাদশীতে উপবাস থাকলে কী হয়? একাদশীর ইতিহাস। fasting in Hinduism������

Image
একাদশীর ইতিহাস সনাতন হিন্দু ধর্মে হাজার হাজার বছর ধরে একাদশী তিথিতে উপবাস থাকার রীতি চলে আসছে। কিন্তু কেন এইদিন উপোস থাকা হয়, আর উপোস থাকলে কী ফল লাভ হয় একথা অনেকেই জানেন না। চলুন তাহলে জেনে নিই একাদশীর ইতিহাস। কাশীদাসী মহাভারতের শান্তি পর্বে, ৭৪৭ পৃষ্ঠায় একাদশীর ইতিহাস বর্ণনা করা হয়েছে। মহামুনি গালবের পুত্র রূপে জন্মগ্রহণ করেছিলেন ভদ্রশীল। শৈশবেই তিনি ভগবান বিষ্ণুর ভক্ত হয়ে ওঠেন। বিস্মিত হয়ে বয়োজ্যেষ্ঠরা লক্ষ্য করেন, প্রত্যেক একাদশী তিথিতে বালক ভদ্রশীল উপবাস থেকে হরি মন্দির ধুয়ে মুছে পরিষ্কার করে ভগবান বিষ্ণুর পূজা করেন। একদিন পিতা গালব কৌতূহল বশত পুত্রকে ডেকে এই নতুন বিষ্ণুপূজার বিষয়ে এবং এর ফলাফল সম্পর্কে জানতে চাইলেন। জবাবে ভদ্রশীল বললেন, শুনুন পিতা, আমি জাতিস্মর। পূর্বজন্মের সব কথা আমার মনে আছে। এরপর ভদ্রশীল যা বললেন তা এরকম: গতজন্মে তিনি ছিলেন জম্বুদ্বীপের রাজা ধর্মকীর্তি। অল্প বয়সে কূ-সঙ্গে পড়ে তিনি অত্যন্ত নিষ্ঠুর ও অত্যাচারী হয়ে ওঠেন। তার শাসনে প্রজাদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। একদিন সকালে অভুক্ত অবস্থাতেই তিনি সৈন্য সামন্তদের নিয়ে হরিণ শিকারের জন্য বনে গেলেন। বনের মাঝে একটি ...

ভাইফোঁটা কেন পালন করা হয়? Bhai Dooj, भाई दूज, Bhau Beej, Bhai Tika ������

Image
ভাইফোঁটা কালী পূজার পরেই শুক্লা দ্বিতীয়া তিথিতে পালিত হয় ভ্রাতৃ দ্বিতীয়া বা ভাই ফোঁটা। এই দিন বোনেরা তাদের ভাইয়ের মঙ্গল কামনায় বিশেষ পূজার্চনা করে থাকে। ভারতীয় উপমহাদেশের হিন্দু সম্প্রদায়েই মূলত এটি পালিত হয়। ভাই ফোঁটা, ভাই দুঁজ, ভ্রাতৃ দ্বিতীয়া, যম দ্বিতীয়া, ভাই বিজ, ভাই টিকা প্রভৃতি বিভিন্ন নামে প্রচলিত। প্রচলিত মত অনুযায়ী এই দিন মৃত্যুর দেবতা যম তাঁর বোন যমুনার হাতে ফোঁটা নিয়েছিলেন। এছাড়া আরো একটি মত অনুযায়ী নরকাসুর নামে এক দৈত্যকে বধ করার পর যখন কৃষ্ণ তাঁর বোন সুভদ্রার কাছে আসেন, তখন সুভদ্রা তাঁর কপালে ফোঁটা দিয়ে তাঁকে মিষ্টি খেতে দেন। সেই থেকে ভাইফোঁটা উৎসবের প্রচলন হয়। বাঙালি বোনেরা ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা। যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা॥ এরকম মঙ্গল বাক্যের মাধ্যমে ভাইদের দীর্ঘায়ু কামনা করে থাকে। বন্ধুরা কমেন্টে জানান আপনার এলাকায় ভ্রাতৃ দ্বিতীয়া কিভাবে পালিত হয়? ভালো থাকবেন। Facts you may know: ভাইফোঁটা, ভ্রাতৃ দ্বিতীয়া, ভাইদুঁজ, ভাই টিকা, যম ফোঁটা, যম টিকা, ভাই ফোঁটার ইত...

Popular posts from this blog

অষ্টবসুর অভিশাপ, ভীষ্মের পূর্ব জন্ম, কামধেনু, curse of Astabasu, curse o...

পঞ্চসতী বা পঞ্চকন্যা কারা

গন্ধর্ব কারা who are gandharba, alokpat