পুরীর জগন্নাথ দেবের অদ্ভুত চেহারা কেন? The Story of Lord Jagannath

Image
নীলমাধব থেকে জগন্নাথ মালব রাজ্যের রাজা ইন্দ্রদুম্ন্য। গগনচুম্বি তার প্রাসাদ। একবার সেখানে এক রহস্যময় সন্যাসি উপস্থিত হন। ভারতবর্ষের প্রতিটি তীর্থ তার নখদর্পণে। ইন্দ্রদুম্ন্য ছিলেন পরম বিষ্ণুভক্ত। কথা প্রসঙ্গে সন্যাসি তাকে জানান, শ্রীবিষ্ণু বর্তমানে নীলমাধব রূপে শবর রাজ্যে অত্যন্ত গোপনে শবরদের দ্বারা পূজিত হচ্ছেন। সন্যাসির কথা শুনে ইন্দ্রদুম্ন্য বিষ্ণু দর্শনের জন্য ব্যাকুল হয়ে ওঠেন। নীলমাধবের সন্ধানের জন্য তিনি রাজ পুরোহিতের ভাই বিদ্যাপতিকে শবর রাজ্যে পাঠালেন। শবর রাজ্যে এলেন বিদ্যাপতি। রাজ অতিথিকে শবর রাজ পরম আতিথ্যে বরন করলেন। রাজকন্যা ললিতাকে দিলেন অতিথি সেবার দায়িত্ব। কিছুদিনের মধ্যেই সরলমতি ললিতার মন জয় করে নিলেন চতুর বিদ্যাপতি। ধীরে ধীরে আরো ঘনিষ্ঠ হয় তাদের সম্পর্ক। এক মুহুর্তের জন্য বিদ্যাপতি চোখের আড়াল হলে কেঁদে বুক ভাসান ললিতা। এই সুযোগের অপেক্ষাতেই ছিলেন বিদ্যাপতি। তিনি এক প্রেমঘন মুহুর্তে ললিতার কাছে নীলমাধব দর্শনের আব্দার করলেন। উভয় সংকটে পড়লেন ললিতা। কারন, গভীর জঙ্গলে নীলমাধবের গুপ্ত মন্দির। তার সন্ধান শুধু শবররা জানেন এবং শবর ছাড়া অন্য সকলের জন্য সে স্থান নিসিদ্ধ। অনে...

ভাইফোঁটা কেন পালন করা হয়? Bhai Dooj, भाई दूज, Bhau Beej, Bhai Tika ������





ভাইফোঁটা
কালী পূজার পরেই শুক্লা দ্বিতীয়া তিথিতে পালিত হয় ভ্রাতৃ দ্বিতীয়া বা ভাই ফোঁটা। এই দিন বোনেরা তাদের ভাইয়ের মঙ্গল কামনায় বিশেষ পূজার্চনা করে থাকে। ভারতীয় উপমহাদেশের হিন্দু সম্প্রদায়েই মূলত এটি পালিত হয়। ভাই ফোঁটা, ভাই দুঁজ, ভ্রাতৃ দ্বিতীয়া, যম দ্বিতীয়া, ভাই বিজ, ভাই টিকা প্রভৃতি বিভিন্ন নামে প্রচলিত।

প্রচলিত মত অনুযায়ী এই দিন মৃত্যুর দেবতা যম তাঁর বোন যমুনার হাতে ফোঁটা নিয়েছিলেন। এছাড়া আরো একটি মত অনুযায়ী নরকাসুর নামে এক দৈত্যকে বধ করার পর যখন কৃষ্ণ তাঁর বোন সুভদ্রার কাছে আসেন, তখন সুভদ্রা তাঁর কপালে ফোঁটা দিয়ে তাঁকে মিষ্টি খেতে দেন। সেই থেকে ভাইফোঁটা উৎসবের প্রচলন হয়। বাঙালি বোনেরা

ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা।

যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা॥ এরকম মঙ্গল বাক্যের মাধ্যমে ভাইদের দীর্ঘায়ু কামনা করে থাকে।

বন্ধুরা কমেন্টে জানান আপনার এলাকায় ভ্রাতৃ দ্বিতীয়া কিভাবে পালিত হয়? ভালো থাকবেন।

Facts you may know:

ভাইফোঁটা, ভ্রাতৃ দ্বিতীয়া, ভাইদুঁজ, ভাই টিকা, যম ফোঁটা, যম টিকা, ভাই ফোঁটার ইতিহাস, ভ্রাতৃ দ্বিতীয়ার ইতিহাস, যম ও যমুনা, শ্রীকৃষ্ণের সাথে ভাইফোঁটার সম্পর্ক কী?, হিন্দু উৎসব, History of bhai fota, what is bhaiphonta, Festival of Bengal, Indian Festival, yamraj, jamraj, yam and yamuna,

Bhai Dooj, भाई दूज, Bhau Beej, Bhai Tika,

Comments

Popular posts from this blog

অষ্টবসুর অভিশাপ, ভীষ্মের পূর্ব জন্ম, কামধেনু, curse of Astabasu, curse o...

পঞ্চসতী বা পঞ্চকন্যা কারা

গন্ধর্ব কারা who are gandharba, alokpat