পুরীর জগন্নাথ দেবের অদ্ভুত চেহারা কেন? The Story of Lord Jagannath

Image
নীলমাধব থেকে জগন্নাথ মালব রাজ্যের রাজা ইন্দ্রদুম্ন্য। গগনচুম্বি তার প্রাসাদ। একবার সেখানে এক রহস্যময় সন্যাসি উপস্থিত হন। ভারতবর্ষের প্রতিটি তীর্থ তার নখদর্পণে। ইন্দ্রদুম্ন্য ছিলেন পরম বিষ্ণুভক্ত। কথা প্রসঙ্গে সন্যাসি তাকে জানান, শ্রীবিষ্ণু বর্তমানে নীলমাধব রূপে শবর রাজ্যে অত্যন্ত গোপনে শবরদের দ্বারা পূজিত হচ্ছেন। সন্যাসির কথা শুনে ইন্দ্রদুম্ন্য বিষ্ণু দর্শনের জন্য ব্যাকুল হয়ে ওঠেন। নীলমাধবের সন্ধানের জন্য তিনি রাজ পুরোহিতের ভাই বিদ্যাপতিকে শবর রাজ্যে পাঠালেন। শবর রাজ্যে এলেন বিদ্যাপতি। রাজ অতিথিকে শবর রাজ পরম আতিথ্যে বরন করলেন। রাজকন্যা ললিতাকে দিলেন অতিথি সেবার দায়িত্ব। কিছুদিনের মধ্যেই সরলমতি ললিতার মন জয় করে নিলেন চতুর বিদ্যাপতি। ধীরে ধীরে আরো ঘনিষ্ঠ হয় তাদের সম্পর্ক। এক মুহুর্তের জন্য বিদ্যাপতি চোখের আড়াল হলে কেঁদে বুক ভাসান ললিতা। এই সুযোগের অপেক্ষাতেই ছিলেন বিদ্যাপতি। তিনি এক প্রেমঘন মুহুর্তে ললিতার কাছে নীলমাধব দর্শনের আব্দার করলেন। উভয় সংকটে পড়লেন ললিতা। কারন, গভীর জঙ্গলে নীলমাধবের গুপ্ত মন্দির। তার সন্ধান শুধু শবররা জানেন এবং শবর ছাড়া অন্য সকলের জন্য সে স্থান নিসিদ্ধ। অনে...

দেবরাজ ইন্দ্রের শরীরে ১০০০ টি যোনি তৈরি হয়েছিল কেন? অহল্যা, গৌতম, ইন্দ্...





অহল্যা
(কৃত্তিবাসী রামায়ণের আদিকান্ড ১৯ পৃষ্ঠা)
নমস্কার বন্ধুরা, আলোকপাতে আপনাকে স্বাগত। চলুন আজ দেখা যাক অহল্যা কেন পাষাণ হয়েছিলেন এবং দেবরাজ ইন্দ্রের শরীরে এক হাজার যোনি উৎপন্ন হয়েছিল কেন সেই অদ্ভুত কাহিনী। আপনাদের অনুরোধ করবো ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং লাইক শেয়ার করুন।
অহল্যা ও দেবরাজ ইন্দ্রের এই কাহিনীটি সংগ্রহ করেছি কৃত্তিবাসী রামায়ণের আদিকাণ্ডের ১৯ নং পৃষ্ঠা থেকে। তপোবনের মনোরম পরিবেশে এক দিব্য আশ্রমে স্ত্রী অহল্যাকে নিয়ে বসবাস করেন মহর্ষি গৌতম। অহল্যার রূপ ছিল অনির্বচনীয়। ত্রিভূবন জোড়া তার সৌন্দর্যের খ্যাতি। নিবিড় তপোবনের শান্ত পরিবেশে চঞ্চল হরিণীর মতো তিনি বিচরণ করেন। দেব, দানব, মানব, গন্ধর্ব সকলেই তার রূপের প্রশংসায় পঞ্চমুখ। দেবরাজ ইন্দ্র আকাশ পথে যাতায়াতের সময় অপলক নয়নে অহল্যাকে নিরীক্ষণ করেন। একদিন মহর্ষি গৌতম কর্মোপলক্ষ্যে আশ্রমের বাইরে গেলে দেবরাজ ইন্দ্র সেখানে উপস্থিত হন। নির্জন কুঠিরে অহল্যাকে একা পেয়ে ইন্দ্র, ঋষি গৌতমের রূপ ধারণ করলেন। এরপর ধীর পায়ে আশ্রমের দিকে এগিয়ে চললেন। অসময়ে স্বামীকে ফিরে আসতে দেখে অহল্যা কিছুটা বিচলিত হলেন। এগিয়ে গিয়ে পাদ অর্ঘ্য দিয়ে তার কুশল জিজ্ঞাসা করলেন। ছদ্মবেশী ইন্দ্র কোনো দিকে ভ্রুক্ষেপ না করে অহল্যার হাত ধরে কুঠিরের ভিতর টেনে নিয়ে গেলেন। কিছুটা হতচকিত হলেও নিজের স্বামী মনে করে তিনি ছদ্মবেশী ইন্দ্রের সাথে মিলিত হলেন। নিজের কামনা চরিতার্থ করে দেবরাজ ফিরে গেলেন। কিছুক্ষণ পর মহর্ষি গৌতম আশ্রমে ফিরলেন। বিস্মিত অহল্যা এত তাড়াতাড়ি তার আবার ফিরে আসার কারণ জানতে চাইলেন। কিছু একটা গড়বড় হয়েছে বুঝতে পেরে মহর্ষি গৌতম ধ্যানে বসলেন। ধ্যান যোগে দেবরাজ ইন্দ্রের অপকর্মের কথা জানতে পেরে তিনি রাগে থর থর করে কাঁপতে লাগলেন। ইন্দ্রের উদ্দেশ্যে বললেন, হে দেবরাজ তুমি গুরু পত্নীর সতীত্ব হরন করে এক মহা পাপ করেছ। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমার শরীরে ব্যাভিচারের চিহ্ন স্বরূপ এক হাজার যোনি প্রকট হোক। এবং অহল্যাকে বললেন, পাপিষ্ঠা, তুই নিজের স্বামীকে চিনতে পারলি না? আমার অভিশাপে তুই পাষাণে পরিণত হ। অহল্যা ঋষির পায়ে ধরে ক্ষমা চেয়ে এই অভিশাপ থেকে মুক্তির উপায় জানতে চাইলেন। গৌতম কিছুটা শান্ত হয়ে বললেন, ত্রেতা যুগে ভগবান রামচন্দ্রের পদস্পর্সে তোমার শাপমুক্তি ঘটবে এবং তুমি পুনরায় পাষাণী থেকে মানবীতে পরিণত হবে। মুনির কথা শেষ হতে না হতে অহল্যা পাষাণে পরিণত হলেন। ওদিকে মহর্ষির অভিশাপে ইন্দ্রের শরীরে এক সহস্র ভগের সৃষ্টি হল। লজ্জিত ও ভীত ইন্দ্র নিজের দিকে তাকিয়ে শিউরে উঠলেন। কৃতকর্মের অনুশোচনায় তিনি মহর্ষি গৌতমের কাছে গিয়ে ক্ষমা চাইলেন। ক্রুদ্ধ ঋষি বললেন, তোমার পাপ ক্ষমার যোগ্য নয়। ইন্দ্রের বারংবার অনুরোধে তিনি কিছুটা শান্ত হয়ে বললেন, আমার অভিশাপ সম্পূর্ণ প্রত্যাহার করা সম্ভব নয়, তবে তোমার শরীরের এক যোনি আজ থেকে এক হাজার চোখে পরিণত হোক। এবং আজ থেকে তোমার নাম হোক সহস্র লোচন। সঙ্গে সঙ্গে ইন্দ্রের শরীরে ভগ চিহ্ন মুছে গিয়ে হাজারটা চোখ সৃষ্টি হল। অপর দিকে অভিশপ্ত হওয়ার ৩০০ বছর পর ভগবান রামচন্দ্র পাষাণী অহল্যার কাছে পৌঁছালেন। তার পদস্পর্সে অহল্যা শাপ মুক্ত হয়ে পুনরায় মানবী হলেন।
Donate & support us👇
https://www.paypal.me/SUKANTAP
YouTube channel👇
https://www.youtube.com/alokpat
Facebook👇
https://www.facebook.com/alokpat4you/
Instagram👇
https://www.instagram.com/alokpat4u/
Twitter🐦👇
https://mobile.twitter.com/PandaySukanta
Blogg👇
http://alokpat.blogspot.in/?m=1
Sharechat👉 @alokpat

সম্পুর্ন বিনামূল্যে এই চ্যানেলের আপডেট পেতে Subscribe অপশনে ক্লিক করে পাশের ঘন্টা (🔔) বাজিয়ে রাখুন। বন্ধুদের জানাতে Facebook, Twitter, WhatsApp সব জায়গায় শেয়ার করুন। ভিডিওটি লাইক করতে ভুলবেন না। যদি কোন ভুল হয়ে থাকে মার্জনা করবেন। ভিডিও গুলো সম্পর্কে আপনার সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে লিখুন।
ভালো থাকবেন।
Facts:
#alokpat #আলোকপাত devraj,indra, ahilya,gautam rishi,narad,nuni,bhagwan,brmha,god,stories,hindi,motivational,video,this,story,from,bhagawati geeta,ahilya,
aastik – spiritual secrets,ahalya,ahalya and indra story,ahilya ki kahani,गौतम ऋषि,ahilya aur indra ki kahani,ahalya indra story,अहल्या,अहल्या कथा,इन्द्र और अहल्या,story of indra and ahalya,story of indra and ahilya,mythological stories,gautam rishi,gautam rishi and ahilya,gautam rishi ki kahani,ahilya aur gautam rishi ki kahani,ahilya aur gautam rishi ki katha,dharmik katha,dharmik kahaniya,bhagwan ki kahani,bhagwan ki katha kahani,

Comments

Popular posts from this blog

অষ্টবসুর অভিশাপ, ভীষ্মের পূর্ব জন্ম, কামধেনু, curse of Astabasu, curse o...

পঞ্চসতী বা পঞ্চকন্যা কারা

গন্ধর্ব কারা who are gandharba, alokpat