পুরীর জগন্নাথ দেবের অদ্ভুত চেহারা কেন? The Story of Lord Jagannath

Image
নীলমাধব থেকে জগন্নাথ মালব রাজ্যের রাজা ইন্দ্রদুম্ন্য। গগনচুম্বি তার প্রাসাদ। একবার সেখানে এক রহস্যময় সন্যাসি উপস্থিত হন। ভারতবর্ষের প্রতিটি তীর্থ তার নখদর্পণে। ইন্দ্রদুম্ন্য ছিলেন পরম বিষ্ণুভক্ত। কথা প্রসঙ্গে সন্যাসি তাকে জানান, শ্রীবিষ্ণু বর্তমানে নীলমাধব রূপে শবর রাজ্যে অত্যন্ত গোপনে শবরদের দ্বারা পূজিত হচ্ছেন। সন্যাসির কথা শুনে ইন্দ্রদুম্ন্য বিষ্ণু দর্শনের জন্য ব্যাকুল হয়ে ওঠেন। নীলমাধবের সন্ধানের জন্য তিনি রাজ পুরোহিতের ভাই বিদ্যাপতিকে শবর রাজ্যে পাঠালেন। শবর রাজ্যে এলেন বিদ্যাপতি। রাজ অতিথিকে শবর রাজ পরম আতিথ্যে বরন করলেন। রাজকন্যা ললিতাকে দিলেন অতিথি সেবার দায়িত্ব। কিছুদিনের মধ্যেই সরলমতি ললিতার মন জয় করে নিলেন চতুর বিদ্যাপতি। ধীরে ধীরে আরো ঘনিষ্ঠ হয় তাদের সম্পর্ক। এক মুহুর্তের জন্য বিদ্যাপতি চোখের আড়াল হলে কেঁদে বুক ভাসান ললিতা। এই সুযোগের অপেক্ষাতেই ছিলেন বিদ্যাপতি। তিনি এক প্রেমঘন মুহুর্তে ললিতার কাছে নীলমাধব দর্শনের আব্দার করলেন। উভয় সংকটে পড়লেন ললিতা। কারন, গভীর জঙ্গলে নীলমাধবের গুপ্ত মন্দির। তার সন্ধান শুধু শবররা জানেন এবং শবর ছাড়া অন্য সকলের জন্য সে স্থান নিসিদ্ধ। অনে...

হরিনামে মাতোয়ারা হরিভক্ত মতুয়াদের মহা সম্মেলন, জয় হরিবোল, matua maha sam...



এই ভিডিওতে মতুয়া দের এক সম্মেলনের চলচ্চিত্র তুলে ধরা হয়েছে। ডঙ্কা, কাসর ধ্বনিতে মাতোয়ারা ভক্ত দের সংস্পর্শে এলে যে কেউই এক ভাব মাধুর্যময় পরিবেশের স্বাদ পাবেন সন্দেহ নেই। মতুয়া শব্দের অর্থ মেতে থাকা বা মাতোয়ারা হওয়া। হরিনামে যিনি মেতে থাকেন বা মাতোয়ারা হন তিনিই মতুয়া। মতুয়াদের নিয়ে পরবর্তীতে বিস্তারিত ভাবে আলোকপাত করার ইচ্ছা রইল। জয় হরি বোল।

Matua, matuya, jay haribol, joy horibol, horibol, thakur nagar, ora kandi, baruni, who are matua, Harichand thakur, guruchand thakur, matua religion, danka, founder of Matua, হরিবল, জয় হরি বল, হরি বোল, ওড়াকান্দি, ওড়া কান্দি, ঠাকুর নগর, ঠাকুরনগর, বারুনি, মতুয়া কারা, হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, মতুয়া ধর্ম, মতুয়া ধর্ম কে প্রতিষ্ঠা করেন, মতুয়া মহা সম্মেলন


Comments

Popular posts from this blog

অষ্টবসুর অভিশাপ, ভীষ্মের পূর্ব জন্ম, কামধেনু, curse of Astabasu, curse o...

পঞ্চসতী বা পঞ্চকন্যা কারা

গন্ধর্ব কারা who are gandharba, alokpat