পুরীর জগন্নাথ দেবের অদ্ভুত চেহারা কেন? The Story of Lord Jagannath

Image
নীলমাধব থেকে জগন্নাথ মালব রাজ্যের রাজা ইন্দ্রদুম্ন্য। গগনচুম্বি তার প্রাসাদ। একবার সেখানে এক রহস্যময় সন্যাসি উপস্থিত হন। ভারতবর্ষের প্রতিটি তীর্থ তার নখদর্পণে। ইন্দ্রদুম্ন্য ছিলেন পরম বিষ্ণুভক্ত। কথা প্রসঙ্গে সন্যাসি তাকে জানান, শ্রীবিষ্ণু বর্তমানে নীলমাধব রূপে শবর রাজ্যে অত্যন্ত গোপনে শবরদের দ্বারা পূজিত হচ্ছেন। সন্যাসির কথা শুনে ইন্দ্রদুম্ন্য বিষ্ণু দর্শনের জন্য ব্যাকুল হয়ে ওঠেন। নীলমাধবের সন্ধানের জন্য তিনি রাজ পুরোহিতের ভাই বিদ্যাপতিকে শবর রাজ্যে পাঠালেন। শবর রাজ্যে এলেন বিদ্যাপতি। রাজ অতিথিকে শবর রাজ পরম আতিথ্যে বরন করলেন। রাজকন্যা ললিতাকে দিলেন অতিথি সেবার দায়িত্ব। কিছুদিনের মধ্যেই সরলমতি ললিতার মন জয় করে নিলেন চতুর বিদ্যাপতি। ধীরে ধীরে আরো ঘনিষ্ঠ হয় তাদের সম্পর্ক। এক মুহুর্তের জন্য বিদ্যাপতি চোখের আড়াল হলে কেঁদে বুক ভাসান ললিতা। এই সুযোগের অপেক্ষাতেই ছিলেন বিদ্যাপতি। তিনি এক প্রেমঘন মুহুর্তে ললিতার কাছে নীলমাধব দর্শনের আব্দার করলেন। উভয় সংকটে পড়লেন ললিতা। কারন, গভীর জঙ্গলে নীলমাধবের গুপ্ত মন্দির। তার সন্ধান শুধু শবররা জানেন এবং শবর ছাড়া অন্য সকলের জন্য সে স্থান নিসিদ্ধ। অনে...

ব্রহ্মলোকে অনাচার, এবং ব্রহ্মার অভিশাপ, পরশুরাম তৃতীয় পর্ব, সুতপা, Curse...



ব্রহ্মার অভিশাপ ও পরশুরাম
বন্ধুরা, আমাদের আগের পর্বে আমরা দেখেছি পরশুরাম মাতৃহত্যার পাপ থেকে কিভাবে মুক্ত হলেন। ব্রহ্মকুন্ডের পবিত্র জলে স্নান করার সময় পরশুরামের স্পর্শে এক অভিশপ্ত কুমীরেরও মুক্তি ঘটল। চলুন আজ দেখে নিই সেই অভিশপ্ত কুমীরের কাহিনী।

ব্রহ্মলোকের ঋষিগন ষড়রীপূর বন্ধন থেকে নিজেদের মুক্ত রাখার জন্য প্রতিনিয়ত তপস্যা করে চলেন। সাংসারিক জীবনের ভোগ বিলাস ও নারী সঙ্গ তাদের জন্য কঠোর ভাবে নিষিদ্ধ, তাই তারা ব্রহ্মচারী। একবার ব্রহ্মলোকে সৃষ্টি কর্তা ব্রহ্মা সমস্ত ঋষিদের নিয়ে সভামধ্যে উপবিষ্ট ছিলেন। এমন সময় পরমা সুন্দরী অপ্সরা মেনকা ঋষিদের সংযম পরীক্ষা করার জন্য আকাশ পথে সভার উপর দিয়ে বিচরণ করতে লাগলেন। অপ্সরাদের রূপের মোহে আকৃষ্ট হয়ে অনেক মুনি ঋষি তাদের জন্ম জন্মান্তরের জপতপ জলাঞ্জলি দিয়েছেন। 'অপ্সরা' ও 'গন্ধর্ব' কারা এসম্পর্কে দুটি ভিডিও আলোকপাত চ্যানেলে আগেই আপলোড করা হয়েছে, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে দেখে নিতে পারেন। মেনকাকে দেখা মাত্রই সমস্ত ব্রহ্মর্ষিগন মাথা নত করে রইলেন। কিন্তু মহর্ষি সুতপা নিজেকে সংযত রাখতে পারলেন না।



মেনকার রূপের ছটায় মোহিত হয়ে, স্থান-কাল-পাত্র ভুলে গিয়ে তিনি অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলেন। সুতপার ব্যবহার দেখে রাগে অগ্নিশর্মা হয়ে প্রজাপতি ব্রহ্মা তাকে অভিশাপ দিলেন, তোমার এত বড় স্পর্ধা যে, তুমি ব্রহ্মলোকে এসে অনাচার কর? আমার অভিশাপে তুমি কুমীর হয়ে এই মুহূর্তে ব্রহ্মকুন্ডে পতিত হও। সম্বিৎ ফিরে পেলেন সুতপা, বুঝতে পারলেন কত বড় ভুল তিনি করে ফেলেছেন। সৃষ্টিকর্তার কাছে করজোড়ে ক্ষমা চেয়ে এই পাপ থেকে পরিত্রানের উপায় জানতে চাইলেন। প্রজাপতি ব্রহ্মা বললেন, তোমাকে পাপের শাস্তি ভোগ করতেই হবে।

তবে যেদিন পরশুরাম রূপে ভগবান বিষ্ণু, মাতৃ হত্যার পাপ থেকে মুক্ত হতে ব্রহ্মকুন্ডে আসবেন এবং কুঠারের আঘাতে দেয়াল বিদীর্ণ করে ব্রহ্মকুন্ডকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করবেন, সেইদিন তার স্পর্শে তোমারও শাপমুক্তি ঘটবে। ব্রহ্মার অভিশাপে কুমীর রূপে ব্রহ্মকুন্ডে পতিত হলেন মহর্ষি সুতপা। তারপর বহু যুগ অপেক্ষার পর পরশুরামের স্পর্শে তার মুক্তি ঘটে। পরশুরামের অন্যান্য ভিডিও গুলোর লিংক নিচে দেওয়া হলো দেখে নিতে পারেন।



পরশুরাম তার মায়ের গলা কেটেছিল কেন?👇

https://www.youtube.com/watch?v=4i-HNLhDQQc



পরশুরামের মাতৃহত্যা (দ্বিতীয় পর্ব)

https://youtu.be/boxmsznXw78



Tags:

মহাপ্রলয়, মহা প্রলয়, মনুস্মৃতি, মৎস পুরাণ, মৎস অবতার, মলয় পর্বত, দশাবতার, বিষ্ণুর দশ অবতার, ভগবান বিষ্ণু, পিতামহ ব্রহ্মা, কলিযুগের শেষ কিভাবে, matsya avatar, judgement day, পরশুরাম, জমদগ্নি, রেণুকা, কার্তবীর্জার্জুন, শহস্রবাহু, কামধেনু, চিত্ররথ, গন্ধর্ব, দশাবতার, পরশুরাম অবতার, পরশুরামের কুঠার, হরধনু, কর্ণের গুরু, পরশুরাম তার মাকে হত্যা করেছিলেন কেন, Parashuram, yamdagni, kartavirjarjun, Axe of Parashuram, why Parashuram killed his mother?, Parashuram avatar, who was Parashuram? Angry Parashuram, Parashurama, dashavatar, sixth avatar, brahmakunda, where is brahmakunda?, Holly water of brahmakunda, curse of Parashuram, পরশুরামের অভিশাপ, ব্রহ্মকুন্ড, ষষ্ঠ অবতার, পরশুরাম কে?, রামায়নে পরশুরাম, মহাভারতে পরশুরাম, পরশুরামের মা, পরশুরামের বাবা, কামধেনু কী, #Dashavatar #Parshuram #Parashurama, #alokpat, #আলোকপাত, kumirer avishap, avishap, ovishap, sutapa, the story of sutapa, সুতপা, মহর্ষি সুতপা, সুতপার কাহিনী, সুতপা কুমীর হয়েছিলেন কেন, সুতপা কুমির হয়েছিলেন কেন,


Comments

Popular posts from this blog

অষ্টবসুর অভিশাপ, ভীষ্মের পূর্ব জন্ম, কামধেনু, curse of Astabasu, curse o...

পঞ্চসতী বা পঞ্চকন্যা কারা

গন্ধর্ব কারা who are gandharba, alokpat