পুরীর জগন্নাথ দেবের অদ্ভুত চেহারা কেন? The Story of Lord Jagannath

Image
নীলমাধব থেকে জগন্নাথ মালব রাজ্যের রাজা ইন্দ্রদুম্ন্য। গগনচুম্বি তার প্রাসাদ। একবার সেখানে এক রহস্যময় সন্যাসি উপস্থিত হন। ভারতবর্ষের প্রতিটি তীর্থ তার নখদর্পণে। ইন্দ্রদুম্ন্য ছিলেন পরম বিষ্ণুভক্ত। কথা প্রসঙ্গে সন্যাসি তাকে জানান, শ্রীবিষ্ণু বর্তমানে নীলমাধব রূপে শবর রাজ্যে অত্যন্ত গোপনে শবরদের দ্বারা পূজিত হচ্ছেন। সন্যাসির কথা শুনে ইন্দ্রদুম্ন্য বিষ্ণু দর্শনের জন্য ব্যাকুল হয়ে ওঠেন। নীলমাধবের সন্ধানের জন্য তিনি রাজ পুরোহিতের ভাই বিদ্যাপতিকে শবর রাজ্যে পাঠালেন। শবর রাজ্যে এলেন বিদ্যাপতি। রাজ অতিথিকে শবর রাজ পরম আতিথ্যে বরন করলেন। রাজকন্যা ললিতাকে দিলেন অতিথি সেবার দায়িত্ব। কিছুদিনের মধ্যেই সরলমতি ললিতার মন জয় করে নিলেন চতুর বিদ্যাপতি। ধীরে ধীরে আরো ঘনিষ্ঠ হয় তাদের সম্পর্ক। এক মুহুর্তের জন্য বিদ্যাপতি চোখের আড়াল হলে কেঁদে বুক ভাসান ললিতা। এই সুযোগের অপেক্ষাতেই ছিলেন বিদ্যাপতি। তিনি এক প্রেমঘন মুহুর্তে ললিতার কাছে নীলমাধব দর্শনের আব্দার করলেন। উভয় সংকটে পড়লেন ললিতা। কারন, গভীর জঙ্গলে নীলমাধবের গুপ্ত মন্দির। তার সন্ধান শুধু শবররা জানেন এবং শবর ছাড়া অন্য সকলের জন্য সে স্থান নিসিদ্ধ। অনে...

২১শে ফেব্রুয়ারির ইতিহাস



আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

1947 সালের 15 ই আগস্ট, বৃহত্তর ভারত ভেঙে জন্ম হল পাকিস্তানের। বর্তমান বাংলাদেশও ছিল পাকিস্তানের অংশ। সমস্ত প্রশাসনিক কাজকর্ম পরিচালিত হত পশ্চিম পাকিস্তান থেকে। প্রথম থেকেই শাসকদের লক্ষ্য ছিল, সমগ্র পাকিস্তানের সরকারি ভাষা, স্কুল কলেজের প্রধান ভাষা হোক উর্দু। এই লক্ষ্যে পাকিস্তানের সরকারি ভাষার তালিকা থেকে বাংলাকে ছেঁটে ফেলা হয়। আত্ম সম্মানে ঘা লাগে বাঙালির। গর্জে ওঠে তৎকালীন ছাত্র ও যুব সমাজ। জারি হয় ১৪৪ ধারা। ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ১৪৪ ধারা অমান্য করে রাজপথে নেমে আসে। সঙ্গে সঙ্গে নিরীহ জনতার উপর গুলি চালায় বর্বর পাকিস্তানি প্রশাসন। গুলির আঘাতে লুটিয়ে পড়েন আব্দুল জব্বার, আবুল বরকত, আবদুস সালাম, রফিকউদ্দিন আহমেদ সহ আরো অনেকে। শহীদদের রক্তে লাল হয় ঢকার রাজপথ। নিজের মাতৃভাষার অস্তিত্ব রক্ষায় এরকম আত্ম বলিদান পৃথিবীর ইতিহাসে বিরল। বাঙালি জাতির এই আবেগময় আন্দোলনকে সীকৃতি জানিয়ে ১৯৯৯ খ্রিস্টাব্দের ১৭ নভেম্বর ইউনেস্কোর প্যারিস অধিবেশনে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয়।
YouTube Channel link:👇
https://www.youtube.com/c/alokpat
Like our Facebook page👇
https://www.facebook.com/alokpat4you/
Read Blogg as Stories👇
http://alokpat.blogspot.in/?m=1
Instagram👇
https://www.instagram.com/alokpat4u/
Sharechat👉 @alokpat


Comments

Popular posts from this blog

অষ্টবসুর অভিশাপ, ভীষ্মের পূর্ব জন্ম, কামধেনু, curse of Astabasu, curse o...

পঞ্চসতী বা পঞ্চকন্যা কারা

গন্ধর্ব কারা who are gandharba, alokpat