পুরীর জগন্নাথ দেবের অদ্ভুত চেহারা কেন? The Story of Lord Jagannath

Image
নীলমাধব থেকে জগন্নাথ মালব রাজ্যের রাজা ইন্দ্রদুম্ন্য। গগনচুম্বি তার প্রাসাদ। একবার সেখানে এক রহস্যময় সন্যাসি উপস্থিত হন। ভারতবর্ষের প্রতিটি তীর্থ তার নখদর্পণে। ইন্দ্রদুম্ন্য ছিলেন পরম বিষ্ণুভক্ত। কথা প্রসঙ্গে সন্যাসি তাকে জানান, শ্রীবিষ্ণু বর্তমানে নীলমাধব রূপে শবর রাজ্যে অত্যন্ত গোপনে শবরদের দ্বারা পূজিত হচ্ছেন। সন্যাসির কথা শুনে ইন্দ্রদুম্ন্য বিষ্ণু দর্শনের জন্য ব্যাকুল হয়ে ওঠেন। নীলমাধবের সন্ধানের জন্য তিনি রাজ পুরোহিতের ভাই বিদ্যাপতিকে শবর রাজ্যে পাঠালেন। শবর রাজ্যে এলেন বিদ্যাপতি। রাজ অতিথিকে শবর রাজ পরম আতিথ্যে বরন করলেন। রাজকন্যা ললিতাকে দিলেন অতিথি সেবার দায়িত্ব। কিছুদিনের মধ্যেই সরলমতি ললিতার মন জয় করে নিলেন চতুর বিদ্যাপতি। ধীরে ধীরে আরো ঘনিষ্ঠ হয় তাদের সম্পর্ক। এক মুহুর্তের জন্য বিদ্যাপতি চোখের আড়াল হলে কেঁদে বুক ভাসান ললিতা। এই সুযোগের অপেক্ষাতেই ছিলেন বিদ্যাপতি। তিনি এক প্রেমঘন মুহুর্তে ললিতার কাছে নীলমাধব দর্শনের আব্দার করলেন। উভয় সংকটে পড়লেন ললিতা। কারন, গভীর জঙ্গলে নীলমাধবের গুপ্ত মন্দির। তার সন্ধান শুধু শবররা জানেন এবং শবর ছাড়া অন্য সকলের জন্য সে স্থান নিসিদ্ধ। অনে...

দ্রৌপদীর পাঁচজন স্বামী কিভাবে হলো


দ্রৌপদীর পাঁচজন স্বামী কিভাবে হলো? Why Draupadi had 5 husbands?

দ্রোণাচার্যের শিষ্য অর্জুনের কাছে পাঞ্চালের রাজা দ্রুপদ পরাজিত হন। অপমানিত দ্রুপদ দ্রোণকে পরাজিত করতে পারবে এমন এক পুত্রলাভের আশায় যজ্ঞের আয়োজন করেন। সেই যজ্ঞের আগুন থেকে এক অপরূপা নারীর জন্ম হয়। রাজা দ্রুপদ তাকে নিজের মেয়ে হিসাবে গ্রহণ করেন। দ্রুপদের কন্যা বলে তাঁর নাম হয় দ্রৌপদী। দ্রৌপদীর জন্মের পর আকাশবাণী হয় যে তাঁর থেকে কুরুবংশ ধ্বংশ হবে। দ্রৌপদী ছিলেন প্রকৃতপক্ষে দেবী পার্বতীর অবতার। যথা সময়ে দ্রৌপদীর বিবাহের জন্য সয়ম্বর সভার আয়োজন করা হয়। রাজা দ্রুপদ শর্ত রাখেন, শুন্যে দুলতে থাকা মাছের দিকে না তাকিয়ে যে মাছের চোখে তীর বিদ্ধ করতে পারবে, তার সাথেই তিনি মেয়ের বিয়ে দেবেন। অর্জুন এই শর্ত পূরণ করেন এবং তার সাথেই দ্রৌপদীর বিয়ে হয়। দ্রৌপদীকে নিয়ে পঞ্চ পান্ডব তাদের মা কুন্তীর কাছে উপস্থিত হন। কুন্তী তখন ঘরের মধ্যে কাজে ব্যস্ত ছিলেন। বাইরে থেকে ভীম বলেন মা, এই দেখো আমরা ভিক্ষা এনেছি। কুন্তী প্রতিদিনের মত সেদিকে না তাকিয়েই বলেন, যা এনেছো পাঁচ ভাই ভাগ করে নাও। মায়ের কথা রাখতে বাকি চার ভাইও দ্রৌপদীকে বিয়ে করেন। দ্রৌপদী তাঁর পূর্বজন্মে গুনবান পতি লাভের জন্য তপস্যা করছিলেন। মহাদেব তাঁকে বর দিতে উপস্থিত হলে,  দ্রৌপদী পাঁচ বার "পতিং দেহি" বলে বর প্রার্থনা করেন। তখন মহাদেব তথাস্তু বলে তার মনোবাসনা পূরণ করেন । এজন্য পরবর্তী জন্মে দ্রৌপদীর পাঁচজন স্বামী হয়। পাঁচ স্বামীর সঙ্গে যাতে শান্তিপূর্নভাবে দ্রৌপদী বাস করতে পারেন, তার জন্য নারোদ মুনি নিয়ম কোরে দেন যে, দ্রৌপদী এক বছর করে এক-এক স্বামীর সঙ্গে থাকবেন। অন্য স্বামীরা তখন অপেক্ষা করবেন। এক বছর পর অগ্নির ভেতর দিয়ে গিয়ে পুনরায় পবিত্র ও সতী হয়ে তিনি দ্বিতীয় স্বামীর সঙ্গে থাকতে শুরু করবেন। এভাবে প্রতি স্বামীকে চার বছর অপেক্ষা করতে হবে দ্রৌপদীর সঙ্গ লাভের জন্যে। অর্জুন একবার এই নিয়ম ভঙ্গ করেছিলেন। শাস্তি স্বরূপ তাকে এক বছরের জন্যে ব্রহ্মচর্যে যেতে হয়েছিল। সেখানে গিয়ে অবশ্য অর্জুন ব্রহ্মচর্যের বদলে আরো তিনটি বিয়ে করেন। তারা হলেন চিত্রাঙ্গদা, কৃষ্ণের বোন সুভদ্রা, ও রাক্ষস-কন্যা উরুপি। তবে দ্রৌপদী একটা নিয়ম করে দেন, তার স্বামীদের যা মেনে চলতে হয়। দ্রৌপদী জানতেন তার স্বামীদের কারো কারো আরো স্ত্রী রয়েছে। কিন্তু দ্রৌপদীর নির্দেশে তারা কেউ প্রাসাদে ঢুকতে পারতনা। তাদের সঙ্গে মিলিত হতে হলে তার স্বামীদের বাড়ির বাইরে গিয়ে, সেই স্ত্রীর সঙ্গে মিলিত হতে হতো।
YouTube Channel link:👇
http://www.youtube.com/c/alokpat
Like our Facebook page👇
https://www.facebook.com/alokpat4you/
Read Blogg as Stories👇
http://alokpat.blogspot.in/?m=1
Instagram👇
https://www.instagram.com/alokpat4u/
Sharechat👉 @alokpat
Related books:
Mahabharata:
http://amzn.to/2weMQ9J
http://amzn.to/2xsE1rB
Ramayana:
http://amzn.to/2wZOw7N
http://amzn.to/2xJ9dlI
Sampurna Ramayana
http://amzn.to/2xIVawp
Ramayana for Children
http://amzn.to/2vFqXwX
Ramcharit Manas
http://amzn.to/2wenOHP
http://amzn.to/2wZRd9D
About Sita
http://amzn.to/2wOGrDC

Comments

Popular posts from this blog

অষ্টবসুর অভিশাপ, ভীষ্মের পূর্ব জন্ম, কামধেনু, curse of Astabasu, curse o...

পঞ্চসতী বা পঞ্চকন্যা কারা

গন্ধর্ব কারা who are gandharba, alokpat