পুরীর জগন্নাথ দেবের অদ্ভুত চেহারা কেন? The Story of Lord Jagannath

Image
নীলমাধব থেকে জগন্নাথ মালব রাজ্যের রাজা ইন্দ্রদুম্ন্য। গগনচুম্বি তার প্রাসাদ। একবার সেখানে এক রহস্যময় সন্যাসি উপস্থিত হন। ভারতবর্ষের প্রতিটি তীর্থ তার নখদর্পণে। ইন্দ্রদুম্ন্য ছিলেন পরম বিষ্ণুভক্ত। কথা প্রসঙ্গে সন্যাসি তাকে জানান, শ্রীবিষ্ণু বর্তমানে নীলমাধব রূপে শবর রাজ্যে অত্যন্ত গোপনে শবরদের দ্বারা পূজিত হচ্ছেন। সন্যাসির কথা শুনে ইন্দ্রদুম্ন্য বিষ্ণু দর্শনের জন্য ব্যাকুল হয়ে ওঠেন। নীলমাধবের সন্ধানের জন্য তিনি রাজ পুরোহিতের ভাই বিদ্যাপতিকে শবর রাজ্যে পাঠালেন। শবর রাজ্যে এলেন বিদ্যাপতি। রাজ অতিথিকে শবর রাজ পরম আতিথ্যে বরন করলেন। রাজকন্যা ললিতাকে দিলেন অতিথি সেবার দায়িত্ব। কিছুদিনের মধ্যেই সরলমতি ললিতার মন জয় করে নিলেন চতুর বিদ্যাপতি। ধীরে ধীরে আরো ঘনিষ্ঠ হয় তাদের সম্পর্ক। এক মুহুর্তের জন্য বিদ্যাপতি চোখের আড়াল হলে কেঁদে বুক ভাসান ললিতা। এই সুযোগের অপেক্ষাতেই ছিলেন বিদ্যাপতি। তিনি এক প্রেমঘন মুহুর্তে ললিতার কাছে নীলমাধব দর্শনের আব্দার করলেন। উভয় সংকটে পড়লেন ললিতা। কারন, গভীর জঙ্গলে নীলমাধবের গুপ্ত মন্দির। তার সন্ধান শুধু শবররা জানেন এবং শবর ছাড়া অন্য সকলের জন্য সে স্থান নিসিদ্ধ। অনে...

রাবন নিজের পুত্রবধূর সঙ্গে কী করেছিল জানেন? রাবণ সীতার সতীত্ব নষ্ট করতে ...


রাবণ সীতার সতীত্ব নষ্ট করতে পারেনি কেন?
পাতাল জয় করে রাবণ সৈন্য সামন্ত নিয়ে আবার কৈলাশ পর্বতে এলেন। সেখানে অবস্থান কালে রাত্রি দ্বিপ্রহরে তার ঘুম ভেঙ্গে গেল। চোখ মেলে তাকিয়ে তিনি বিস্মিত হয়ে দেখলেন সমগ্র আকাশ পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করছে। আকাশ জুড়ে রূপের বন্যা বইয়ে উড়ে চলেছেন পরম সুন্দরী অপ্সরা রম্ভা। কামার্ত রাবন বল পূর্বক তাকে আকাশ থেকে টেনে নামালেন। জোর করে রম্ভার হাত ধরতে গেলে লজ্জায় মাথা নত করে তিনি বললেন, হে রাক্ষস রাজ, দয়া করে আমাকে ছেড়ে দিন। আপনি সম্পর্কে আমার শশুর। বিস্মিত রাবন বললেন, তুমি আমার কোন পুত্রের স্ত্রী? রম্ভা বললেন, আমি আপনার বৈমাত্রেয় ভাই কুবেরের পুত্র নলকুবেরের ধর্মপত্নী। শাস্ত্রমতে ভ্রাতুষ্পুত্রের স্ত্রী নিজের কন্যার সমতুল্য। আমার হাত ছাড়ুন আমি আপনার ভাইপোর কাছে যাই। তপস্যায় সিদ্ধিলাভ করে তিনি ব্রহ্মতেজ প্রাপ্ত হয়েছেন। আমার অসম্মান হলে তার ফল ভালো হবে না। রাবণ বললেন, আমি এখন কামাসক্ত। আমাকে শাস্ত্রবাণী শুনিয়ে লাভ নেই। তাছাড়া দেবরাজ ইন্দ্র গুরুপত্নী গমন করেছিলেন। চন্দ্রদেবের চরিত্রও একই দোষে দুষ্ট। এই বলে তিনি রম্ভাকে জোরপূর্বক নিজের কক্ষে নিয়ে গেলেন।

রম্ভার কাতর প্রার্থনা ও করুন ক্রন্দন নিষ্ঠুর রাবণের মন গলাতে পারলনা। সাতদিন পর রম্ভা রাবণের হাত থেকে ছাড়া পেলেন। বিধ্বস্ত ও আলুলায়িত কেশে তিনি নলকুবরের কাছে গিয়ে কাঁদতে কাঁদতে সব ঘটনা বর্ণনা করলেন। রাগে অগ্নিশর্মা হয়ে নলকুবর কমন্ডুলু থেকে পবিত্র জল নিয়ে বললেন, আমি অভিশাপ দিচ্ছি আজকের পর থেকে আর কোনদিন রাবন যদি জোরপূর্বক কোনো সতী নারীর চরিত্র হননের চেষ্টা করে তবে সেই মুহূর্তেই তার মৃত্যু হবে। নলকুবরের এই অভিশাপের কারণেই রাবণ সীতাকে হাতের মুঠোয় পেয়েও তার সতীত্ব নষ্ট করতে পারেনি।



YouTube channel👇

https://www.youtube.com/alokpat

Like our Facebook page👇

https://www.facebook.com/alokpat4you/

Read Blogg as Stories👇

http://alokpat.blogspot.in/?m=1

Instagram👇

https://www.instagram.com/alokpat4u/

Sharechat👉 @alokpat



সম্পুর্ন বিনামূল্যে এই চ্যানেলের আপডেট পেতে Subscribe অপশনে ক্লিক করে ঘন্টা (🔔) চিহ্নে ক্লিক করে রাখুন। বন্ধুদের জানাতে Facebook, Twitter, WhatsApp সব জায়গায় শেয়ার করুন। ভিডিওটি লাইক করতে ভুলবেন না। যদি কোন ভুল হয়ে থাকে মার্জনা করবেন। ভিডিও গুলো সম্পর্কে আপনার সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে লিখুন।

ভালো থাকবেন।

Facts you may know from this content:

Rambha, ramva, Ravana, raban, kuber, nalkuber, nal kuber, curse of rambha, curse of ravana, rambha and ravana, ramva and raban, Sita, Sita haran, ravana badh, who is Rama, রম্ভা, রাবণ, নল কুবের, নলকুবের, কুবের, রম্ভার অভিশাপ, রাবণের অভিশাপ, সীতা হরণ, সীতা, রাবণ বধ,hindu shastra,lord rama,রামায়ণ কথা,রামের বনবাস,রামায়ণের যুদ্ধ,সীতার জন্ম,হিন্দু শাস্ত্র,hindu mythology,रावण की पुत्री थी सीता,ravan ki beti sita,রামায়ণ গান,hindu scriptures

#ramayana #ravana #srilanka #jaisrirama #sita

Comments

Popular posts from this blog

অষ্টবসুর অভিশাপ, ভীষ্মের পূর্ব জন্ম, কামধেনু, curse of Astabasu, curse o...

পঞ্চসতী বা পঞ্চকন্যা কারা

গন্ধর্ব কারা who are gandharba, alokpat