Posts

Showing posts from August, 2021

পুরীর জগন্নাথ দেবের অদ্ভুত চেহারা কেন? The Story of Lord Jagannath

Image
নীলমাধব থেকে জগন্নাথ মালব রাজ্যের রাজা ইন্দ্রদুম্ন্য। গগনচুম্বি তার প্রাসাদ। একবার সেখানে এক রহস্যময় সন্যাসি উপস্থিত হন। ভারতবর্ষের প্রতিটি তীর্থ তার নখদর্পণে। ইন্দ্রদুম্ন্য ছিলেন পরম বিষ্ণুভক্ত। কথা প্রসঙ্গে সন্যাসি তাকে জানান, শ্রীবিষ্ণু বর্তমানে নীলমাধব রূপে শবর রাজ্যে অত্যন্ত গোপনে শবরদের দ্বারা পূজিত হচ্ছেন। সন্যাসির কথা শুনে ইন্দ্রদুম্ন্য বিষ্ণু দর্শনের জন্য ব্যাকুল হয়ে ওঠেন। নীলমাধবের সন্ধানের জন্য তিনি রাজ পুরোহিতের ভাই বিদ্যাপতিকে শবর রাজ্যে পাঠালেন। শবর রাজ্যে এলেন বিদ্যাপতি। রাজ অতিথিকে শবর রাজ পরম আতিথ্যে বরন করলেন। রাজকন্যা ললিতাকে দিলেন অতিথি সেবার দায়িত্ব। কিছুদিনের মধ্যেই সরলমতি ললিতার মন জয় করে নিলেন চতুর বিদ্যাপতি। ধীরে ধীরে আরো ঘনিষ্ঠ হয় তাদের সম্পর্ক। এক মুহুর্তের জন্য বিদ্যাপতি চোখের আড়াল হলে কেঁদে বুক ভাসান ললিতা। এই সুযোগের অপেক্ষাতেই ছিলেন বিদ্যাপতি। তিনি এক প্রেমঘন মুহুর্তে ললিতার কাছে নীলমাধব দর্শনের আব্দার করলেন। উভয় সংকটে পড়লেন ললিতা। কারন, গভীর জঙ্গলে নীলমাধবের গুপ্ত মন্দির। তার সন্ধান শুধু শবররা জানেন এবং শবর ছাড়া অন্য সকলের জন্য সে স্থান নিসিদ্ধ। অনে...

পুরীর মন্দিরে কি সত্যিই কৃষ্ণের হৃদপিণ্ড আছে? ব্রহ্মপদার্থ আসলে কি? What...

Image
শ্রীকৃষ্ণের হৃদপিণ্ড এখনো জিবন্ত অবস্থায় রয়েছে👇 https://youtu.be/QQgRlDwXgxY জগন্নাথ দেবের অদ্ভুত চেহারা কেন?👇 https://youtu.be/koI6rUfkr4c clips and images are used under fair use policy পৃথিবীর সবচেয়ে গোপন জিনিস গুলোর মধ্যে প্রভু জগন্নাথদেবের ব্রহ্ম পদার্থ বা ব্রহ্মবস্তু একেবারে প্রথম দিকে থাকবে। এটি আসলে কি তা নিয়ে মানুষের অপার কৌতূহল। প্রায় ১২ থেকে ১৯ বছর পর পর অত্যন্ত গোপনে এবং রহস্যময় প্রক্রিয়ায় আমাবস্যার গভীর অন্ধকারে, পুরীর জগন্নাথ দেবের কাঠের মূর্তি থেকে একটি আশ্চর্য জনক বস্তু বের করে নতুন মূর্তিতে প্রতিস্থাপন করা হয়। একে বলে ব্রহ্ম পরিবর্তন। তখন সমগ্র পুরীর ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হয়। এমনকি পুরীর কোনও বাড়িতেও সেই রহস্যময় রাতে আল জ্বালানো হয় না। যারা ব্রহ্ম পরিবর্তন করেন তাদের চোখ বাঁধা থাকে, হাতে থাকে মোটা গ্লাভস। কি হতে পারে এই ব্রহ্ম পদার্থ? সেই উত্তর খোঁজার চেষ্টা হয়েছে এই ভিডিওতে। বন্ধুরা আপনারাও কমেন্ট করে জানান কি হতে পারে এই রহস্যময় বস্তুটি। জয় জগন্নাথ। Join this channel to get access to perks: https://www.youtube.com/channel/UCq6fbKJzFAIkbqDbikWtWdQ/join O...

Popular posts from this blog

অষ্টবসুর অভিশাপ, ভীষ্মের পূর্ব জন্ম, কামধেনু, curse of Astabasu, curse o...

পঞ্চসতী বা পঞ্চকন্যা কারা

গন্ধর্ব কারা who are gandharba, alokpat