Posts

Showing posts from October, 2019

পুরীর জগন্নাথ দেবের অদ্ভুত চেহারা কেন? The Story of Lord Jagannath

Image
নীলমাধব থেকে জগন্নাথ মালব রাজ্যের রাজা ইন্দ্রদুম্ন্য। গগনচুম্বি তার প্রাসাদ। একবার সেখানে এক রহস্যময় সন্যাসি উপস্থিত হন। ভারতবর্ষের প্রতিটি তীর্থ তার নখদর্পণে। ইন্দ্রদুম্ন্য ছিলেন পরম বিষ্ণুভক্ত। কথা প্রসঙ্গে সন্যাসি তাকে জানান, শ্রীবিষ্ণু বর্তমানে নীলমাধব রূপে শবর রাজ্যে অত্যন্ত গোপনে শবরদের দ্বারা পূজিত হচ্ছেন। সন্যাসির কথা শুনে ইন্দ্রদুম্ন্য বিষ্ণু দর্শনের জন্য ব্যাকুল হয়ে ওঠেন। নীলমাধবের সন্ধানের জন্য তিনি রাজ পুরোহিতের ভাই বিদ্যাপতিকে শবর রাজ্যে পাঠালেন। শবর রাজ্যে এলেন বিদ্যাপতি। রাজ অতিথিকে শবর রাজ পরম আতিথ্যে বরন করলেন। রাজকন্যা ললিতাকে দিলেন অতিথি সেবার দায়িত্ব। কিছুদিনের মধ্যেই সরলমতি ললিতার মন জয় করে নিলেন চতুর বিদ্যাপতি। ধীরে ধীরে আরো ঘনিষ্ঠ হয় তাদের সম্পর্ক। এক মুহুর্তের জন্য বিদ্যাপতি চোখের আড়াল হলে কেঁদে বুক ভাসান ললিতা। এই সুযোগের অপেক্ষাতেই ছিলেন বিদ্যাপতি। তিনি এক প্রেমঘন মুহুর্তে ললিতার কাছে নীলমাধব দর্শনের আব্দার করলেন। উভয় সংকটে পড়লেন ললিতা। কারন, গভীর জঙ্গলে নীলমাধবের গুপ্ত মন্দির। তার সন্ধান শুধু শবররা জানেন এবং শবর ছাড়া অন্য সকলের জন্য সে স্থান নিসিদ্ধ। অনে...

ভগবান রামচন্দ্রের এক পূর্ব পুরুষ সন্তান প্রসব করেছিলেন কিভাবে? মান্ধাতা ...

Image
মান্ধাতা ও যুবনাশ্বের কাহিনী ইক্ষাকু বংশীয় রাজা যুবনাশ্ব সন্তানহীন ছিলেন। পুত্র লাভের সব প্রচেষ্টা ব্যর্থ হলে তিনি রাণীদের নিয়ে বনে চলে যান। সেখানে বেশ কিছু দিন তিনি অবস্থান করেন। যুবনাশ্বের ব্যাবহারে সন্তুষ্ট হয়ে তার সন্তান লাভের জন্য ঋষিগন এক বিশেষ যজ্ঞের আয়োজন করেন। গভীর রাত পর্যন্ত চলল সেই যজ্ঞ। মহা যজ্ঞ সম্পন্ন করে ক্লান্ত ঋষিগন ঘুমোতে গেলেন। মধ্য রাতে প্রবল তৃষ্ণায় রাজার ঘুম ভেঙ্গে গেল। চারিদিক তন্ন তন্ন করে খুঁজেও কোথাও পানীয় জল পেলেন না। অবশেষে যজ্ঞ বেদীর পাশে তিনি একটি জলপাত্র দেখতে পেলেন। তৃষ্ণার্ত রাজা ছুটে গিয়ে সেই জল আকণ্ঠ পান করলেন। তৃষ্ণা নিবারণ করে তিনি আবার ঘুমিয়ে পড়লেন। সকালে মুনিদের চিৎকারে তার ঘুম ভাঙল। কৌতূহল বশত যজ্ঞ বেদীর কাছে গিয়ে তিনি জানতে পারলেন, গত রাতে যজ্ঞ সম্পন্ন করে মন্ত্রপূত পবিত্র জল যজ্ঞ বেদীর পাশে রাখা হয়েছিল। এই জল পান করলেই যুবনাশ্বের পত্নীগন গর্ভবতী হতেন। ভীত রাজা জানালেন ভোর রাতে প্রবল তৃষ্ণায় তিনি নিজেই এই জল পান করেছেন। ঋষিরা বললেন এই পবিত্র জল যে পান করবে তার গর্ভ সঞ্চার হওয়া হবেই, সে পুরুষ হোক অথবা নারী। ঋষিদের কথা সত্যি প্রমাণ করে রাজা যুব...

জানেন, রাজা ত্রিশঙ্কু এখনো স্বর্গ ও মর্ত্যের মাঝে ঝুলে আছেন? Story of Tr...

Image
ত্রিশঙ্কু এখনো স্বর্গ ও মর্ত্যের মাঝে ঝুলে আছেন কেন?  বন্ধুরা, জানেন কি? রাজা ত্রিশঙ্কু আজও স্বর্গ ও মর্ত্যের মাঝামাঝি স্থানে মাথা নিচের দিকে করে ঝুলে আছেন? কিন্তু কেন? চলুন দেখে নিই রাজা ত্রিশঙ্কুর অদ্ভুত কাহিনী। (১. কৃত্তিবাসি রামায়নের আদিকান্ডের ২২ নং পৃষ্ঠা। এবং ২. হেমচন্দ্র ভট্টাচার্য অনূদিত বাল্মীকি রামায়নের বাল কান্ডের, ৯৩ পৃষ্ঠা) ত্রিশঙ্কু ছিলেন সূর্য বংশের এক বিখ্যাত রাজা এবং ভগবান রামচন্দ্রের পূর্বপুরুষ। একসময় তিনি সশরীরে স্বর্গে যাবার জন্য মনস্থির করেন। কূলগুরু বশিষ্ঠের কাছে গিয়ে তিনি নিজের মনোবাসনা ব্যক্ত করে প্রয়োজনীয় যজ্ঞীয় বিধি আয়োজন করতে অনুরোধ করলেন। বশিষ্ঠ জানালেন, নশ্বর দেহ পরিত্যাগ না করে গোলোকে প্রবেশ করা সম্পূর্ণ প্রকৃতি বিরুদ্ধ। একাজ তিনি কোনোমতেই অনুমোদন করবেন না। গুরুদেবের কথায় নিরাস হয়ে তিনি দক্ষিণ দিকে যাত্রা করলেন। দক্ষিণ প্রদেশে বশিষ্ঠের শতপুত্র কঠোর তপস্যায় রত ছিলেন। তাদের কাছে গিয়ে ত্রিশঙ্কু বিনীত ভাবে একই অনুরোধ করলেন। বশিষ্ঠের পুত্রগন অত্যন্ত ক্ষিপ্ত হয়ে বললেন, আমাদের পিতা যে কাজ করতে অসম্মত হয়েছেন, তাকে অতিক্রম করে সেই কাজ করার স্পর্ধ...

Popular posts from this blog

অষ্টবসুর অভিশাপ, ভীষ্মের পূর্ব জন্ম, কামধেনু, curse of Astabasu, curse o...

পঞ্চসতী বা পঞ্চকন্যা কারা

গন্ধর্ব কারা who are gandharba, alokpat