Posts

Showing posts from April, 2019

পুরীর জগন্নাথ দেবের অদ্ভুত চেহারা কেন? The Story of Lord Jagannath

Image
নীলমাধব থেকে জগন্নাথ মালব রাজ্যের রাজা ইন্দ্রদুম্ন্য। গগনচুম্বি তার প্রাসাদ। একবার সেখানে এক রহস্যময় সন্যাসি উপস্থিত হন। ভারতবর্ষের প্রতিটি তীর্থ তার নখদর্পণে। ইন্দ্রদুম্ন্য ছিলেন পরম বিষ্ণুভক্ত। কথা প্রসঙ্গে সন্যাসি তাকে জানান, শ্রীবিষ্ণু বর্তমানে নীলমাধব রূপে শবর রাজ্যে অত্যন্ত গোপনে শবরদের দ্বারা পূজিত হচ্ছেন। সন্যাসির কথা শুনে ইন্দ্রদুম্ন্য বিষ্ণু দর্শনের জন্য ব্যাকুল হয়ে ওঠেন। নীলমাধবের সন্ধানের জন্য তিনি রাজ পুরোহিতের ভাই বিদ্যাপতিকে শবর রাজ্যে পাঠালেন। শবর রাজ্যে এলেন বিদ্যাপতি। রাজ অতিথিকে শবর রাজ পরম আতিথ্যে বরন করলেন। রাজকন্যা ললিতাকে দিলেন অতিথি সেবার দায়িত্ব। কিছুদিনের মধ্যেই সরলমতি ললিতার মন জয় করে নিলেন চতুর বিদ্যাপতি। ধীরে ধীরে আরো ঘনিষ্ঠ হয় তাদের সম্পর্ক। এক মুহুর্তের জন্য বিদ্যাপতি চোখের আড়াল হলে কেঁদে বুক ভাসান ললিতা। এই সুযোগের অপেক্ষাতেই ছিলেন বিদ্যাপতি। তিনি এক প্রেমঘন মুহুর্তে ললিতার কাছে নীলমাধব দর্শনের আব্দার করলেন। উভয় সংকটে পড়লেন ললিতা। কারন, গভীর জঙ্গলে নীলমাধবের গুপ্ত মন্দির। তার সন্ধান শুধু শবররা জানেন এবং শবর ছাড়া অন্য সকলের জন্য সে স্থান নিসিদ্ধ। অনে...

রাবন নিজের ৯টি মাথা কেটে ফেলেছিলেন কেন? Why did Ravan cut his 9 heads? r...

Image
রাবণ নিজেই নিজের ৯টি মাথা কেটে ফেলেছিলেন কেন? সুমালি রাক্ষসের পরিকল্পনা মত বিশ্রবা মুনির ঔরসে নিকষার গর্ভে রাবণ, কুম্ভকর্ণ, সূর্পনখা ও বিভীষণ এর জন্ম হল। পূর্বজন্মের অভিশাপের কারণে রাবণ ও কুম্ভকর্ণ অহংকারী ও বিকৃত প্রকৃতির হয়েছিলেন। সেই কাহিনী আলোকপাত চ্যানেলে আগেই প্রচারিত হয়েছে। ভিডিওটির লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। বিশ্রবার আশ্রমে নিকষার চার সন্তান বড় হতে লাগল। একদিন কুবের পিতা বিশ্রবার সঙ্গে দেখা করতে এলেন। তাকে দেখে কৌতূহলী রাবণ মা নিকষার কাছে এর পরিচয় জানতে চাইলেন। নিকষা বললেন, এ হল তোমাদের সৎভাই কুবের। তোমাদের মাতামহ সুমালি ছিলেন স্বর্ণ লঙ্কার অধীশ্বর। ভগবান বিষ্ণুর কারণে তাকে পাতালে আশ্রয় নিতে হয়েছে। এই অবসরে কুবের অন্যায় ভাবে কনক লঙ্কাপুরীর সিংহাসন দখল করেছে। মায়ের কথা শুনে রাবণ বললেন, মা তুমি দুঃখ কোরো না। আমরা যেমন করেই হোক লঙ্কার সিংহাসন পুনরুদ্ধার করবই। তারপর রাবণ কুম্ভকর্ণ ও বিভীষণকে নিয়ে বনের মধ্যে প্রবেশ করলেন। সেখানে ছিল গোকর্ণ পর্বত। তিন ভাই সেই পর্বতে গিয়ে কঠোর তপস্যা শুরু করলেন। রাবণ প্রতিজ্ঞা করলেন ব্রহ্মা বর দিতে না আসা পর্যন্ত তিনি নিজের মাথাগুলি একটি একটি ...

রাবণ ও কুম্ভকর্ণ কিভাবে জন্মেছিল? পূর্ব জন্মের কি অভিশাপ? Birth of Ravan...

Image
রাবন ও কুম্ভকর্ণের জন্ম ব্রহ্মার দেওয়া দিব্য পুষ্পক রথে চড়ে কুবের আকাশ পথে সর্বত্র ভ্রমন করেন। স্বর্ণ লঙ্কা থেকে বিতাড়িত রাক্ষস রাজ সুমালী পাতাল থেকে এসব দেখে ঈর্ষায় জ্বলতে থাকেন। কি করে আবার স্বর্ণ লঙ্কা রাক্ষসদের দখলে আনা যায় এই চিন্তায় তার দিন অতিবাহিত হতে থাকে। তিনি হিসাব করে দেখলেন গায়ের জোরে সিংহাসন দখল সম্ভব নয়। এর ফল কী হয় তা তিনি মালী ও মাল্যবানের ক্ষেত্রে দেখেছেন। সুমালী নিজকন্যা নিকষাকে ডেকে বললেন, শোনো পুত্রী, একমাত্র তুমিই পার লঙ্কাকে পুনরায় রাক্ষস দের দখলে আনতে। তুমি সুন্দর বেশ ধারণ করে কুবেরের পিতা বিশ্রবার কাছে গিয়ে সন্তান প্রার্থনা কর। আমি গননা করে দেখলাম, বিশ্রবার ঔরসে তোমার গর্ভে সন্তান হলে সে এক মহাবীর দিগ্বিজয়ী সম্রাট হবে। এবং সেই স্বর্ণ লঙ্কাকে পুনরায় রাক্ষস দের দখলে আনতে পারবে। পিতার পরিকল্পনা মত নিকষা মন মোহিনী বেশ ধারন করে বিশ্রবার কাছে গিয়ে পুত্র কামনা করলেন। বিশ্রবা বললেন, এখন আমার যজ্ঞের সময়, যজ্ঞের অগ্নি উত্থানকালে পুত্র কামনা করলে সে বিকৃত আকৃতির এবং দুষ্ট প্রকৃতির হয়। কিন্তু নিকষা কোনো কথা শুনলেন না, যেমনই হোক তার এই মুহূর্তেই পুত্র সন্তান চাই। তখন বিশ্...

Popular posts from this blog

অষ্টবসুর অভিশাপ, ভীষ্মের পূর্ব জন্ম, কামধেনু, curse of Astabasu, curse o...

পঞ্চসতী বা পঞ্চকন্যা কারা

গন্ধর্ব কারা who are gandharba, alokpat